যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ২৫, ব্যাপক ক্ষয়ক্ষতি

মার্কিন যুক্তরাষ্ট্রে এক শক্তিশালী ঘূর্ণিঝড়ে অন্তত ২৫ জন নিহত । এছাড়া বহু মানুষ আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে টেনেসি রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল এবং আশপাশের এলাকায় আঘাত হানে এই ঘূর্ণিঝড়।

রাজ্যের গভর্নর বিল লি বলেন, আমাদের রাজ্যে  হৃদয় বিদারক ঘটনা ও মারাত্মক দিন এটি । এ ঝড়ে ২৫ জন মারা গেছেন। রাজ্য জুড়ে অসংখ্য বাড়িঘর এবং কাঠামো ধ্বংস হয়ে গেছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। শহরের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়টি প্রথম ন্যাশভিলের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট্ট শহর কেমডেনের কাছে আঘাত হানে। সেখানে কয়েকজন হতাহত হয়। এরপর ঘূর্ণিঝড়টি ১৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত ছোট্ট শহর কুকভিলে আঘাত হানে যেখানে আরও মানুষ নিহত হয়। মেট্রো ন্যাশভিল পুলিশ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে পুতিনাম কাউন্টিতে ১৯ জন, উইলসন কাউন্টিতে তিনজন, ডেভিডসন কাউন্টিতে দুজন এবং বেনটন কাউন্টিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সূত্র : সিএনএন

আজকের বাজার/শারমিন আক্তার