যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রমে অচলাবস্থা এড়াতে প্রতিনিধি পরিষদে বিল পাস

যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে অচলাবস্থা এড়াতে মার্কিন প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার একটি সমঝোতা প্যাকেজ বিল পাস করেছে। এই বিলের আওতায় কেন্দ্রীয় সরকারের কার্যক্রম চালু রাখার এবং অচলাবস্থার আসন্ন হুমকি এড়ানোর সুযোগ পেতেই বিলটি পাস করা হয়। এটি স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউস জানায়, ট্রাম্প বিলটি স্বাক্ষর করার আগ্রহ ব্যক্ত করেছেন। বিলটির পক্ষে ৩শ’ ভোট এবং বিপক্ষে ১২৮ ভোট পড়ে। সরকারি কার্যক্রমের আংশিক অচলাবস্থা এড়াতেই এটা পাস করা হয়। অন্যথায় শুক্রবার মধ্যরাত থেকেই সরকারি কার্যক্রম বহাল রাখার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতো।