রাঙামাটিতে দুই রাজনৈতিক পক্ষের বন্দুকযুদ্ধে নিহত ১

আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঘাইছড়ির বাবুপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে জনসংহতি সমিতির (জেএসএস) দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

ঘটনার পর বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নিহত রতন চাকমা জেএসএস (এমএন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুপাড়ায় দীর্ঘদিন ধরে জেএসএস (সন্তু) ও জেএসএস (এমএন লারমা) পক্ষের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে চলেছে। আজ দুপুরে এমন এক ঘটনায় এমএন লারমা পক্ষের রতন চাকমা নিহত হন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে বাঘাইছড়ির বাবুপাড়া এলাকায় আঞ্চলিক দুটি রাজনৈতিক দলের মাঝে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা এখন পর্যন্ত একজন মারা যাওয়ার কথা শুনেছি।’