রাঙ্গামাটিতে আরও ১০ জন করোনায় আক্রান্ত

রাঙ্গামাটিতে পুলিশের সাত সদস্যসহ নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়াল।

শনিবার রাতে চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিমেল সায়েন্স (সিভাসু) থেকে প্রাপ্ত রিপোর্টের ফলাফলে ১০ জনের করোনা পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

আক্রান্তদের মধ্যে রাঙ্গামাটি শহরের মানিকছড়ি পুলিশ ফাঁড়ির তিনজন পুলিশ, একজন বাবুর্চি, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির তিনজন, কাউখালী উপজেলার একজন, লংগদু উপজেলার একজন এবং অন্যজন রাঙ্গামাটি শহরের টিঅ্যান্ডটি এলাকার বাসিন্দা।

রাঙ্গামাটিতে সর্বমোট করোনা আাক্রান্ত ৫৬ জনের মধ্যে প্রথম চারজন সুস্থ হয়ে বর্তমানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ৬ মে রাঙ্গামাটিতে সর্বপ্রথম চারজন করোনায় আক্রান্ত হন।