রাজধানীতে ট্র্যাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে ৭৩১৯ মামলা

ট্র্যাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে ৭৩১৯ মামলা

চলমান ট্র্যাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে রাজধানীতে সোমবার (৬ আগস্ট) ট্রাফিক আইন অমান্যের জন্য মোট ৭৩১৯টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও ৪ লাখ ৬৬ হাজার ৭৭২ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্র্যাফিক বিভাগ।

এসময় ট্র্যাফিক অভিযানে ১৪২টি মোটরসাইকেল আটকসহ ৮৩৭টি গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়।

ট্র্যাফিক বিভাগ সূত্রে জানা যায়, গাড়ির ফিটনেস, উল্টোপথে গাড়ি চালানো, গাড়িতে হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য উল্লেখিত মামলা করা হয়।

এছাড়াও এ সময় ট্র্যাফিক নিয়ম ভঙ্গের কারণে গাড়ির চালকের বিরুদ্ধে ১৪৯৬টি মামলা করা হয়।

ট্র্যাফিক সপ্তাহ উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির ট্র্যাফিক বিভাগ পরিচালিত এই ‘ট্র্যাফিক সপ্তাহ’ আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে।

আজকের বাজার/একেএ