রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বাগমারা ও গোদাগাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তারা হলেন- মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আয়ুব আলীর ছেলে রাশেদ (২২) ও গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে রিয়াদ (১৮)।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সোমবার বিকালে মোটরসাইকেলে করে রাশেদসহ তিনজন মচমইল থেকে ভবানীগঞ্জ যাচ্ছিলেন। পথে শুভডাঙ্গা ইউনিয়নের দৌলতপুর মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই মোটরসাইকেলের চালক রাশেদ নিহত ও দুই আরোহী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসাতালে পাঠানো হয়।

খবর পেয়ে বাগমারা থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অন্যদিকে, গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, দুপুরের পর বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে আনন্দ ভ্রমণে বের হন রিয়াদ। বিকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সোনাদীঘি এলাকায় অটোরিকশার সাথে ধাক্কায় রিয়াদ ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।