রাজশাহীর পদ্মায় ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় পদ্মায় গোসল করতে নেমে ওই তিন শিক্ষার্থী এই করুণ মৃত্যুর শিকার হন।

নিহতরা হলেন- উপজেলার মীরগঞ্জ ভানুকর এলাকার জিল্লুর রহমানের কন্যা মীরগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জীম (১৭) ও বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এশা খাতুন (৯) এবং একই এলাকার শহিদুল ইসলামের কন্যা মীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শিপ্রা (১২)।

বিষয়টি নিশ্চত করেছেন, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বেলা সাড়ে ১২টায় বাঘার মীরগঞ্জ বিউপি ক্যাম্প এলাকার সুফিয়ানের ঘাটে তারা গোসল করতে যায়। এসময় কোনোভাবে তারা নদীতে ডুবে যায়। এতে এক শিক্ষার্থীর মরহেদ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা নদীতে তল্লাশি করে অপর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

নিহতদের চারঘাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলজাজিরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি নিহতের পরিবারকে আর্থিকভাবে সহায়তার আশ্বাস প্রদান করেন।

আজকের বাজার/এমএইচ