রাজশাহী-৫ আসনের এমপি মনসুর করোনায় আক্রান্ত

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সাংসদের ভাইরা মো. আব্দুল্লাহ।

তিনি বলেন, হঠাৎ সর্দি জ্বরসহ নানা উপসর্গ দেখা দেয়ায় শুক্রবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমূনা দেন এমপি মনসুর রহমান। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগের ল্যাবে পরীক্ষা করে তার করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে জানানো হয়।

তবে সাংসদ মনসুর রহমান বর্তমানে শারীরিকভাবে সম্পুর্ন সুস্থ আছেন এবং রাজশাহী নগরীর কাজিহাটায় নিজ বাড়িতে অবস্থান করছেন বলেও জানান মো. আব্দুল্লাহ।

এদিকে, দ্রুত করোনা মুক্ত হয়ে পুণরায় মানুষের সেবায় কাজ করতে সংসদীয় এলাকাবাসীসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন এমপি মনসুর রহমান এমপি।

প্র্রসঙ্গত, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ২ হাজার ২৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জনে।

দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৬ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।