রুমানিয়ায় ৫শ’ সৈন্য পাঠাচ্ছে ফ্রান্স

ফ্রান্স ন্যাটো বাহিনীর অংশ হিসেবে রোমানিয়ায় পাঁচ’শ সৈন্য মোতায়েন করতে যাচ্ছে।
দেশটির সামরিক প্রধান শুক্রবার এ কথা জানান।
থিইরি বুরখার্দ রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল ও ফ্রান্স ২৪ কে বলেন, ন্যাটো তার উপস্থিতি জোরদারের সিদ্ধান্ত নিয়েছে,যা কৌশলগত সংহতির স্পষ্ট লক্ষণ।
তিনি বলেন, আমরা সাঁজোয়া যানসহ পাঁচ’শ সেনা পাঠাবো।
তিনি আরো বলেন, আমরা মার্চের মধ্যে রাশিয়া সীমান্তবর্তী এস্তোনিয়াতেও সেনা উপস্থিতি বজায় রাখবো।
উল্লেখ্য, ইউক্রেনে হামলা চালানো থেকে রাশিয়াকে বিরত রাখার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টায় ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সাম্প্রতিক সময়ে অনেক সময় ও শ্রম ব্যয় করেছেন।
কিন্তু কূটনৈতিক সব প্রচেষ্টা উপেক্ষা করেই রাশিয়া বৃহস্পতিবার ভোরে প্রতিবেশি ইউক্রেন সশস্ত্র হামলা শুরু করে।