রোমানিয়ার পূর্বাঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

রোমানিয়ার পূর্বাঞ্চলীয় বুজাউ কাউন্টিতে রোববার সকালে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর আর্থ ফিজিকস একথা জানিয়েছে। খবর এএফপি’র।
এটি রোমানিয়ায় গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
এর আগে ২০০৪ সালের ২৭ অক্টোবর ছয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
রাজধানী বুখারেস্টসহ দেশটির অন্যান্য শহরেও ভূমিকম্পটি জোরালোভাবে অনুভূত হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থলের আশপাশের এলাকাগুলোতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বুখারেস্ট থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নেহোইউর কাছে ভূগর্ভের ১৫০ কিলোমিটার গভীরে।