রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের জন্য ইন্দোনেশিয়ার কাছ থেকে অব্যাহত সমর্থন চেয়েছে বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বুধবার বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে অভিনন্দন জানানো জন্য ফোন করলে তিনি এ সমর্থন চান।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ফোনে আলাপকালে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার ভিত্তিতে আরও বৃদ্ধি পাবে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ