রোহিঙ্গা নেতাকে হত্যার ঘটনায় ক্যাম্পজুড়ে নিরাপত্তা জোরদার

সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গাদের শীর্ষনেতা মুহিবুল্লাহর নিহতের ঘটনায় ক্যাম্পজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাত ১১টার দিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রাত সাড়ে ৮টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইষ্ট-ওয়েস্ট ১নং ব্লকে মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪নং ‘এপিবিএন’র পুলিশ সুপার নাইমুল হক বলেন, রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে এপিবিএন সদস্যরা রোহিঙ্গা নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে পাটানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তথ্য-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান