লংকাবাংলার রাইট প্রস্তাব সংশোধন

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড তাদের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে সংশোধনী এনেছে। কোম্পানিটি আগের চেয়ে ২ কোটি ৭ লাখ ৫৫ হাজার ৪৯৫ টি বেশি শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসই) অনুমোদন পেলে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

লংকাবাংলার পরিচালনা পরিষদ গতবছর রাইট প্রস্তাবের মাধ্যমে ১:২ হারে অর্থৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি হিসেবে ১৩ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার ৯৭৫টি শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু রাইট শেয়ার ইস্যুর এ প্রস্তাব এখন পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়নি। এর মধ্যে কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এতে কোম্পানির মূল শেয়ারের সংখ্যা বেড়ে গেছে। তাই অনুপাত ঠিক রাখতে রাইটে শেয়ার সংখ্যা বাড়াতে হচ্ছে। কোম্পানিটি এখন ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি শেয়ার ইস্যু করবে। তবে শেয়ারের ইস্যু মূল্য আগের মতোই ১০ টাকা থাকছে।

রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব সংশোধন করায় এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির প্রয়োজন হবে। তাদের মতামত জানতে আগামী ২৫ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে লংকাবাংলা। ইজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ মে। ওই তারিখ পর্যন্ত যাদের কাছে শেয়ার থাকবে, তারা ইজিএমে অংশ নিতে ভোট দিতে পারবেন।

রাইট প্রস্তাবে বিএসইসির অনুমোদন পাওয়া গেলে নতুন রেকর্ড তারিখ ঘোষণা করা হবে। ওই রেকর্ড তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, কেবল তারাই রাইট শেয়ার কিনতে পারবে অথবা রাইটের অধিকার অন্যের কাছে হস্তান্তর করতে পারবে।

আজকের বাজার:এলকে/ এলকে/২৬এপ্রিল,২০১৭