লভ্যাংশ দেবে না বিচ হ্যাচারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। এর আগের বছর লোকসান ছিল ৩৬  পয়সা। ৩০ জুন, ২০২০ পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৯.৮০ টাকায়।

এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি। উচ্চ আদালতের অনুমোদনের পর কোম্পানিটির এজিএমের তারিখ, সময় ও ভেন্যু পরবর্তীতে নোটিসের মাধ্যমে জানানো হবে।