লভ্যাংশ পাঠিয়েছে রেকিট বেনকিজার

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ–রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বিডি) লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

ডিএসই সূত্র জানায়, ৩১, ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের চূড়ান্ত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।

আলোচ্য সময়ে রেকিট বেনকিজার (বিডি) লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৭৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ৪০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এবং ৩৭৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ টাকা ৬৬ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫০ টাকা ২ পয়সা।

আজকের বাজার: এলকে/এলকে ২৭ জুলাই ২০১৭