লিন্ডে বিডির নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানি ২০০ শতাংশ নগদ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল। সব মিলে আলোচ্য বছরে কোম্পানিটি ৩৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আজ বুধবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ টাকা ৬০ পয়সা। এ সময় শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি হয়েছে ২৪১ টাকা ৫৪ পয়সা।

আগামী ২৬ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মার্চ।

এমআর/ ২৮ ফেব্রুয়ারি ২০১৮