লেনদেনের শীর্ষে লংকাবাংলা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। লেনদেনে সেরা কোম্পানির তালিকার শীর্ষে থাকা কোম্পানিটি আজ ৪২ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৩ হাজার ১৪ বারে ৬৭ লাখ ৮৫ হাজার ৯১৭টি শেয়ার হাতবদল করেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ২ হাজার ৩২০ বারে ৬৭ লাখ ২ হাজার ৭৬০টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ২৪ কোটি ১০ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা আইসিবি লিমিটেড ২ হাজার ৭৮৯ বারে ২১ কোটি ৫১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরএসআরএম স্টিল ২০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার টাকা, এবি ব্যাংক ১৯ কোটি ৭১ লাখ ৫৫ হাজার টাকা, সিটি ব্যাংক ১৮ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার টাকা, বেক্সিমকো ফার্মা ১৭ কোটি ৫৯ লাখ ৮ হাজার টাকা, ন্যাশনাল ফিড ১৫ কোটি ১৫ লাখ ৩৮ হাজার টাকা, প্রিমিয়ার লিজিং ১৫ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা এবং ডেল্টা লাইফ ১৫ কোটি ৪ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।