শক্তিশালী ভূমিকম্প জাপানের দক্ষিণাঞ্চলে

জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামিরও আশঙ্কা নেই।
মার্কিন ভূতাত্তিবক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.০। এটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়ান দ্বীপপুঞ্জের মিয়াকো দ্বীপের অদূরে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। খবর এএফপি’র।
জাপানের আবহাওয়া সংস্থা এই ঘটনায় কোন সুনামির আশঙ্কা নেই বললেও সমুদ্রের পানি স্তরে সামান্য পরিবর্তন আসতে পারে বলে সতর্ক করা হয়েছে।
মিয়াকো দ্বীপে প্রায় ৫৫ হাজার লোক বাস করে। এটি তাইপে থেকে প্রায় ৩৮০ কিলোমিটার পূর্বে ও টোকিও থেকে প্রায় ১ হাজার ৮৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত।

আজকের বাজার: এসএ/এলকে/ ০৯ মে ২০১৭