শরণার্থী ও অসহায় নারী শিক্ষায় তিন’শ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি

শরণার্থী ও অসহায় নারী শিক্ষায় তিন’শ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে শিল্পোন্নত দেশের জোট জি-সেভেন ও আন্তর্জাতিক সংগঠনগুলো।

কানাডার কুইবেকে সদ্য সমাপ্ত জি-সেভেনের শীর্ষ বৈঠকের শেষ দিন এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি জানান, এর মধ্যে ৩০ কোটি ডলার দেবে কানাডা। অন্যান্য দাতা দেশ ও সংগঠনের মধ্যে আছে জার্মানি, জাপান, ব্রিটেন এবং বিশ্ব ব্যাংক।

ঘোষণায় ট্রুডো জানান, সারাবিশ্বে শরণার্থী ও অসহায় নারীদের শিক্ষাখাতে এ অর্থ ব্যায় হবে।

আরজেড/