শাহজালালে ১০ কেজি সোনাসহ ইউএস বাংলার কেবিন ক্রু আটক

US-Bengal cabin crew arrested in Shahjalal

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ কেজি সোনাসহ ইউএস বাংলা এয়ারলাইন্সের রোকেয়া শেখ মৌসুমী নামে এক কেবিন ক্রুকে আটক করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক সোনার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আলমগীর হোসেন।

তিনি জানান, রোকেয়া শেখ মৌসুমী মস্কো টু ঢাকা ফ্লাইটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ক্রু হিসেবে ছিলেন। তাকে ডমিস্টিকের বহিরাঙ্গন থেকে আটক করা হয়। আটক সোনার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

তিনি জানান, সকাল ১১টার দিকে মাস্কাট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকায় আসে। সেই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বেরিয়ে আসেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। পরে তাকে কাস্টম জোনে এনে তল্লাশি করা হলে ১০ কেজি সোনা পাওয়া যায়।

আজকের বাজার/এমএইচ