শেরপুরে‘একটি বাড়ি একটি খামার’প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলায়‘একটি বাড়ি একটি খামার’প্রকল্পের কর্মিদের দু’দিনব্যাপি প্রশিক্ষণ আজ সম্পন্ন হয়েছে। আজ বুধবার ডা. সেকান্দর আলী কলেজ মিলনায়তেন অনুষ্ঠিত প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক এহসানুল করিম মামুন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. সামছুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও‘একটি বাড়ি একটি খামার’প্রকল্পের জেলা সমন্বয়কারী আনোয়ার হোসেন প্রমুখ। দু’দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৫২ জন কর্মি অংশগ্রহণ করেন।

প্রকল্পের জেলা সমন্বয়কারী আনোয়ার হোসেন জানান, জেলার পাঁচটি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের সহযোগিতায় প্রায় ৮০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। জেলায় ৫১ হাজার দুইশ’৮০টি পরিবার ঋণ নিয়ে সাবলম্বী হয়ে উঠছে। তারা ঋণের টাকা দিয়ে হাঁস, মুরগী ও গবাদিপশু পালন, মৎস্য চাষ, সবজি উৎপাদন, গরু মোটাতাজাকরণ করে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। খবর:বাসস

আজকের বাজার/আখনূর রহমান