শেষ মুহূর্তে সরিয়ে নেয়ার কাজে যুক্তরাষ্ট্রের তোড়জোড়

আফগানিস্তানের রাজধানী কাবুলের আকাশে সোমবার সকালে রকেট উড়তে দেখা গেছে।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ শেষ করার কাজ চালিয়ে যাচ্ছে। জঙ্গি হামলার তীব্র আশংকার মধ্যেই সকল বেসামরিক নাগরিককে সরিয়ে নেয়ার কাজ শেষ বলে জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবারের মধ্যে আমেরিকান সকল সৈন্যকে আফগানিস্তান সরিয়ে নেয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন। মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের ২০ বছরের সামরিক অভিযান শেষ হবে যা ২০০১ সালের ১১ সেপ্টম্বর টুইন টাওয়ারে হামলার পর শুরু হয়েছিল।
বহুজাতিক বাহিনীর বিমান হামলায় ২০০১ সালে আফগানিস্তানে তালেবান সরকারের পতন হয়েছিল। কিন্তু মার্কিন বাহিনী প্রত্যাহার শুরুর পর গত ১৫ দিন আগে তালেবান পুনরায় আফগানিস্তান দখলে নিয়েছে। এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীসহ আমেরিকার আফগান মিত্রদেরও কাবুল থেকে সরিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার কাবুল বিমান বন্দরে আত্মঘাতি হামলায় ১৩ মার্র্কিন সৈন্যসহ প্রায় দু’শো লোক প্রাণ হারিয়েছে। এর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রও ড্রোন হামলা চালিয়েছে। এতে হামলার মূল পরিকল্পনাকারীরা নিহত হয়েছে বলে পেন্টাগণ দাবি করেছে।
কাবুলে আরও হামলা হতে পারে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সতর্কতার মধ্যে গতকাল ওই ড্রোন হামলা চালানো হয়।
এদিকে বার্তা সংস্থা এএফপি’র একজন সাংবাদিক কাবুলের আকাশে রকেট উড়তে দেখেছেন। এমন সময়ে এসব রকেট উড়ছে, যার এক দিন আগে যুক্তরাষ্ট্র বলেছে, তারা সম্ভাব্য একটি হামলা ঠেকিয়ে দিয়েছে।
কাবুলের আকাশে রকেট উড়তে দেখা গেলেও সেগুলো কোথায় পড়েছে, তা জানা যায়নি।
এদিকে রকেট ওড়ার ঘটনায় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়া হয়েছে। বিমান বন্দরের আশপাশে বসবাসরত লোকজন বলেছেন, সেখানে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কার্যকর হয়েছে।