শ্রমিক কল্যাণ তহবিলে ১৪ কোটি ৬৩ লাখ টাকা জমা দিয়েছে তিন কোম্পানি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে তিনটি কোম্পানি লভ্যাংশ জমা দিয়েছে ১৪ কোটি ৬৩ লাখ টাকা ।

আজ বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে দেশী-বিদেশী কোম্পানি তিনটির প্রতিনিধিগণ সাক্ষাত করে নিজ নিজ কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেকটর কর্ণেল শাহাদত আলম, নেসলে বাংলাদেশের ফাইনান্স এন্ড কন্ট্রোল ডিরেকটর নমিত মিশ্র এবং রেনেটা লিমিটেড এর ব্যবস্থাপক সুকুমার চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

লভ্যাংশ জমা দেয়া কোম্পানি তিনটি হলো ওয়ালটন গ্রুপ, নেসলে বাংলাদেশ এবং ঔষধ কোম্পানি রেনেটা লিমিটেড। ওয়ালটন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেকটর নজরুল ইসলাম সরকার, মোহাম্মদ আলমগীর আলম সরকার, মুহাম্মদ ওমর ফারুক রিপনের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল তাদের গত এক বছরের লাভের পাঁচ ভাগের এক দশমাংশ ৯ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৩১৪ টাকার চেক হ¯াÍন্তর করেন। তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ ১৪ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা জমা দিয়েছে। রেনেটা লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র দাস তাদের লভাংশ্যের নিদিষ্ট অংশ ৩ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৬৬০ টাকার চেক এবং নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দিপাল আবেউইকরেমা এর নেতৃত্বে তাদের কোম্পানির লভ্যাংশ এক কোটি ৯৭ লাখ ৭৮৭ টাকার চেক হস্তান্তর করেন।

আজ পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ ৬’শো ৬৫ কোটি টাকা। দেশী বিদেশী মিলে আড়াই’শো কোম্পানি তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিচ্ছে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান