শ্রীলংকায় জরুরি অবস্থা প্রত্যাহার

শ্রীলংকাজুড়ে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার ঘটনায় ৬ মার্চ থেকে চলমান জরুরি অবস্থা রোববার প্রত্যাহার করা হয়।

নিজের টুইটার ফিডে সিরিসেনা বলেন, জননিরাপত্তা পরিস্থিতি বিবেচনার পর গতকাল মধ্যরাত থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছি আমি।

প্রসঙ্গত, মধ্যাঞ্চলীয় জেলা ক্যান্ডিতে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার ঘটনার পর ৬ মার্চ দেশজুড়ে ১০ দিনব্যাপী জরুরি অবস্থা জারি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

ওই দাঙ্গায় দুজন নিহত এবং মুসলিম মালিকানাধীন শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ২০টিরও বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। খবর:ভয়েস অব আমেরিকার

আজকের বাজার/আরজেড