শ্রীলংকায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০

শ্রীলংকায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এসব হামলায় মারাত্মকভাবে আহতদের মধ্যে অনেকে রাতে মারা যাওয়ায় এ সংখ্যা বৃদ্ধি পেল। মঙ্গলবার পুলিশের মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।
এক বিবৃতিতে রুওয়ান গুনাসাকারা জানান, একের পর এক চালানো এসব হামলায় প্রায় ৫শ’ জন আহত হয়।
তিনি আরো জানান, এসব হামলার সাথে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রীলংকার সরকার এসব হামলার জন্য স্থানীয় উগ্রপন্থী মুসলিম সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাতকে (এনটিজে) দায়ী করে। সংগঠনটি স্বল্প পরিচিত।