সংযত হোন,ট্রাম্পকে বেইজিংয়ের ফোন

আজকের বাজার ডেস্ক: ওভাল অফিস থেকে নজর মহাকাশে। ভিডিও কনফারেন্সে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে সোমবার নাসার কমান্ডার পেগি হুইটসন এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার জ্যাক ফিশারের সঙ্গে কথা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ব্যক্তিগত সহকারী হিসেবে পাশে রয়েছেন কন্যা ইভাঙ্কাও।

চীন কোন পদক্ষেপ না নিলে, উত্তর কোরিয়াকে একাই দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দফায় দফায় হুমকি দিয়ে চলছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন-ও। সব মিলিয়ে কার্যত যখন যুদ্ধ পরিস্থিতি,হোয়াইট হাউসে তখন বেইজিংয়ের ফোন। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকাকে সংযত হওয়ার আর্জি চীনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের। যুদ্ধ এড়াতে চিনফিং সয়ে চলার পরামর্শ দিলেন জাপান এবং দুই কোরিয়াসহ সব পক্ষকেই।

কিন্তু পারদ নামছেই না, বরং ফিলিপিন সাগরে সোমবার থেকেই মহড়ায় নেমেছে ট্রাম্পের নৌসেনারা। জাপানের দু’-দু’খানা ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজও যোগ দিয়েছে মার্কিন স্ট্রাইক গ্রুপে। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসন। গন্তব্য উত্তর কোরিয়া। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের দাবি, দিন কয়েকের মধ্যেই জাপান সাগর হয়ে কোরিয়ার জলসীমায় ঢুকে পড়বে মার্কিন নৌবহরের নেতৃত্বে থাকা কার্ল ভিনসন। সেই যুদ্ধজাহাজ, সোমবারই যেটিকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক।

তা হলে কি যুদ্ধই শেষ কথা? অস্ট্রেলিয়া সফরে গিয়ে পেন্স কিন্তু শান্তিপূর্ণ সমাধানের ইঙ্গিতও দেন। প্রাথমিক জড়তা কাটিয়ে কিমকে ঠেকাতে চীন যে ভাবে এগোচ্ছে তারও প্রশংসা করেন তিনি। তা হলে নতুন করে মহড়া কেন? সিঁদুরে মেঘ দেখাচ্ছে আজ, মঙ্গলবার। এ দিনই ‘কোরিয়ান পিপলস আর্মি’-র ৮৫তম প্রতিষ্ঠা দিবস। এমন সব দিনে এর আগে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি জাহির করেছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞা উড়িয়ে চালিয়েছে পরমাণু অস্ত্র পরীক্ষাও। পেন্টাগনের আশঙ্কা, এবারও তেমন কিছু করতে পারে উত্তর কোরিয়া। আর তাই আগাম গা-গরম করে নিচ্ছে মার্কিন স্ট্রাইক গ্রুপ।
সূত্র:আনন্দবাজারপত্রিকা,কলকাতা

আজকের বাজার:এলকে/এলকে/২৫এপ্রিল,২০১৭