সংসদের পঞ্চদশ অধিবেশন ২ মে শুরু

আগামী ২ মে শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন। ওইদিন বিকেল ৫ টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।

বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহবান করেছেন।

রবিবার (১৬ এপ্রিল) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১১ মার্চ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয়। অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়। সংসদের আসন্ন পঞ্চদশ অধিবেশনটি সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে।