সপ্তাহজুড়ে ব্লকে ৯৪ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮ কোম্পানি ও ৪ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ২ কোটি ৪০ লাখ ২ হাজার ৩টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯৪ কোটি ৫৯ লাখ টাকা।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন করেছে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ড ৮৫ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৯৫ লাখ টাকা।

সোস্যাল ইসলামী ব্যাংক ৫৬ লাখ ৪১ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৩ লাখ টাকা। স্কয়ার ফার্মা ১৩ লাখ ৯৩ হাজার ৮৫১টি শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ৯৪ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বার্জার পেইন্টস, সিটি ব্যাংক, সিএমসি কামাল, গ্লাক্সোস্মিথক্লাইন, মার্কেন্টাইল ব্যাংক, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল ফিড মিল, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ওয়ান ব্যাংক, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড, ইউসিবি, বাটা সু, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, গ্রামীণফোন, এমজেএলবিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও সাউথইস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।