সব বোর্ডে এগিয়ে থাকলেও কুমিল্লায় পিছিয়ে মেয়েরা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ৮টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে ৯টি বোর্ডে এগিয়ে রয়েছে মেয়ে শিক্ষার্থীরা। শুধুমাত্র কুমিল্লা বোর্ডে পাসের হারে পিছিয়ে রয়েছে মেয়েরা । তবে জিপিএ ৫ লাভে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে ছেলেরা।

সব শিক্ষাবোর্ডে ছাত্রের তুলনায় ২.৮২ শতাংশ ছাত্রী বেশী পাস করেছে। এবারের পরীক্ষায় মোট ছেলে শিক্ষার্থী ছিল ৬ লাখ ২৪ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পাস করেছে ৪ লাখ ২২ হাজার ৩৯০ জন; অর্থাৎ পাসের হার ৬৭.৬১ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ২০ হাজার ৫৩৫ জন।

পরীক্ষায় মোট মেয়ে শিক্ষার্থী ছিল ৫ লাখ ৩৮ হাজার ৫৯৫ জন। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ৭৯ হাজার ৩২১ জন; অর্থাৎ পাসের হার ৭০.৪৩ শতাংশ। তবে মেয়ে শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৭ হাজার ৪৩৪ জন।

অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে অধীনে ৫২ হাজার ৩৬৮ জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৫ হাজার ৯১২ জন; অর্থাৎ পাসের হার ৪৯.৪৮ শতাংশ। আর কুমিল্লা বোর্ডে ৪৮ হাজার ৪ জন ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৩ হাজার ৭৯২ জন; অর্থাৎ পাসের হার ৪৯.৫৬ শতাংশ।

রোববার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষার অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬৮ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন।

এ বছর ১১ লাখ ৬৩ হাজার ৩৭০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মোট পাস করেছে ৮ লাখ ১ হাজার ৭১১ জন। যা গত বছরের চেয়ে ৯৭ হাজার ৪৩৯ জন কমেছে।

আটটি সাধারণ শিক্ষাবোর্ডর অধীনে শুধু এইচএসসি পরীক্ষার পাসের গড় ৬৬ দশমিক ৮৪ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৪২ জন। মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাস করেছে ৭৭ দশমিক ২০ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১৫ জন। অন্যদিকে কারিগরি বোর্ডে ৮১ দশমিক ৩৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা হয়।

আজকের বাজার: এলকে/এলকে ২৩ জুলাই ২০১৭