সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফাইল ছবি

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করার পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা।

রোববার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী, যারা দেশের মুক্তিযুদ্ধের সময়কালে সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন।
সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন এবং এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শেখ হাসিনা শিখা অনির্বাণ প্রাঙ্গনে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এর আগে শিখা অনির্বাণে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নিজামউদ্দিন আহমদ, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হওয়ার পর রবিবার সশস্ত্র বাহিনীর বিভাগে নিজ কার্যালয়ে প্রথম অফিস করেন শেখ হাসিনা।

সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান। সেসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ