সহায়ক সরকার বলতে পৃথিবীতে কিছু নেই:কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সহায়ক সরকার বলতে পৃথিবীতে কিছু নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সংবিধান অনুসারে।’ বুধবার,৩রা মে রাজধানীর সোনারগাঁও হোটেলে মেট্রোরেলের চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া খালেদা বা বিএনপির অধিকার। কারও করুণা নয়। তারা নির্বাচনে আসলে হেরে যাবে বলেই নানা ষড়যন্তে লিপ্ত হয়েছে।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি, পালিয়ে যাওয়ার রেকর্ড বিএনপির আছে। খালেদা জিয়ার দুই ছেলে পালিয়ে গিয়েছিল। ৯ বছর ধরে প্রবাসে আছে একজন।’

সড়ক ও সেতুমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়ার এক ছেলে রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে। আরেক ছেলে পালিয়ে গিয়েই মৃত্যুবরণ করছে। বিএনপি পালিয়েই যায়। এ রেকর্ড তাদের রয়েছে।’ তিনি বলেন, ‘২০০১ সালে বিএনপির ষড়যন্ত্রের কারণে হরে যায় আওয়ামী লীগ। ক্ষমতায় এসে আহসানউল্লাহ মাস্টার, কিবরিয়াসহ আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে খুন করেছে বিএনপি।’

আজকের বাজার:এলকে/এলকে/৩রা মে,২০১৭