সাপ্তাহিক গেইনারের শীর্ষে রিজেন্ট টেক্স

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৪৩ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৮২ লাখ ১৯ হাজার টাকার শেয়ারের হাত বদল হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৩৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৩ কোটি ১ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ১১ দশমিক ৫৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড়ে ৫ কোটি ৪৭ লাখ ৬৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২৩ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে- জেমিনি সি ফুড ১১ দশমিক ২৩ শতাংশ; আইডিএলসি ফাইন্যান্সের ১০ দশমিক ৭১ শতাংশ; নাভানা সিএনজি ১০ দশমিক ০৯ শতাংশ; মুন্নু জুট স্ট্যাফ্লার্স ৯ দশমিক ০৯ শতাংশ; এমআই সিমেন্ট ৮ দশমিক ৪১ শতাংশ; রেনওয়েক জগেশ্বর ৮ দশমিক ৩৩ শতাংশ এবং সিটি ব্যাংক ৮ দশমিক ২১ শতাংশ দর বেড়েছে।