সাবেক উপদেষ্টা ধীরাজ কুমারের মৃত্যু

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ মারা গেছেন।  শুক্রবার ৫ জানুয়ারি  বিকাল ৫টা ৫০ মিনিটে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩বছর। ধীরাজ কুমার নাথের ভাগনি জামাই নীপেন্দ্র চন্দ্র দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার গুরুতর শ্বাসকষ্ট হতে থাকলে তাকে ল্যাবএইডের আইসিইউতে ভর্তি করা হয়।
২০০৬ সালের অক্টোবর মাসে রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন ধীরাজ কুমার নাথ।

এর আগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব অবস্থায় ২০০৩ সালে দীর্ঘ ৩৪ বছর সরকারি চাকুরি থেকে অবসরে যান তিনি।
ধীরাজ কুমার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামে ১৯৪৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

আজকের বাজার:এসএস/৬জানুয়ারি ২০১৮