সিরিয়ায় আইএস সদস্যকে ফাঁসি দিল সরকারপন্থী ড্রুজ মিলিশিয়ারা

Kashmiri demonstrators hold up a flag of the Islamic State of Iraq and the Levant (ISIL) during a demonstration against Israeli military operations in Gaza, in downtown Srinagar on July 18, 2014. The death toll in Gaza hit 265 as Israel pressed a ground offensive on the 11th day of an assault aimed at stamping out rocket fire, medics said. AFP PHOTO/Tauseef MUSTAFA

সরকারপন্থী ড্রুজ মিলিশিয়ারা মঙ্গলবার (৭ আগস্ট) স্বইদায় ইসলামিক স্টেট গ্রুপের এক সদস্যকে ফাঁসি দিয়েছে। জিহাদিরা সংখ্যালঘু সম্প্রদায়টির এক তরুণ জিম্মির শিরচ্ছেদ করার মাত্র কয়েকদিন পর তাকে ফাঁসি দেয়া হলো। সিরীয় পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিরা দুই সপ্তাহেরও কম সয়ম আগে প্রত্যন্ত একটি গ্রাম থেকে ড্রুজ সম্প্রদায়ের ৩০ জন বেসামরিক নাগরিককে অপহরণ করে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। জিহাদিরা দক্ষিণাঞ্চলীয় এ প্রদেশে নির্মম হত্যাযজ্ঞ চালানোর সময় এদের অপহরণ করে।

জিম্মি ও শিরচ্ছেদের ঘটনায় ড্রুজদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়ায় মঙ্গলবার মিলিশিয়ারা এক আইএস সদস্যকে ফাঁসি ঝুলিয়ে এর প্রতিশোধ নেয়।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান বলেন, স্বইদা এলাকায় সরকারপন্থীদের ওপর হামলার সময় আইএসের এক সদস্যকে আটক করা হয়েছিল।

আজকের বাজার/একেএ