সিলেটে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন

সিলেট নগরীতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টা থেকে সিলেট মহানগরীর ঐতিহ্যবাহী ক্বীনব্রীজের নীচে চাঁদনীঘাট সুরমা নদীতে শুরু হয় বিসর্জন। চলে রাত পর্যন্ত। একই সময়ে জেলার অন্যান্য স্থানে ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হয়। এ সময় প্রচুর পরিমান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শান্তি ও শৃঙ্খলার কাজে নিয়োজিত ছিল। সনাতনীরা একদিকে বিদায়ের বেদনা অন্যদিকে বিজয়ের আনন্দে দেবীকে বিদায় জানান। বিসর্জনকালে বাংলাদেশসহ সমগ্র বিশ্ববাসীকে করোনা থেকে মুক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সব ধরনের সুখ শান্তি ও কল্যাণ কামনা করে একে একে প্রতিমা বিসর্জন দেয়া হয়। দুপুরের পর থেকেই সিলেট নগরীর অন্যতম ও ঐতিহ্যবাহী ক্বীনব্রীজের নীচে একে একে আসতে থাকে প্রতিমাবহনকারী বিভিন্ন শোভাযাত্রা। বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে প্রতিমাগুলো নিয়ে আসা হয় সুরমা নদীর তীরে। তার পর মঙ্গল ধ্বনি, উলু ধ্বনি, শাঁখ আর ঢাকের ধ্বনিতে দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আবারও মঙ্গলবার্তা নিয়ে আগামী বছর যেন মা দুর্গা আগমন করেন বিসর্জনকালে সেই প্রার্থনাও করেন ভক্তরা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর চাঁদনীঘাটে স্থাপিত সুবোধ মঞ্চ হতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিচালনাকালে বিশিষ্ট ব্যক্তিসহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সমাজের বিভিন্ন পেশার লোকজন সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। পূজা উদযাপন পরিষদের মহানগর শাখার সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ এবং মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের যৌথ পরিচালনায় শুভেচ্ছা জানান সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ড. হিমান্দ্রী শেখর রায়, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, ঐক্য পরিষদ জেলা সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ দেব, পূজা পরিষদ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাস, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, মনোজ দত্ত মুন্না, ঐক্য পরিষদ জালালাবাদ থানার সাধারণ সম্পাদক বাবুল দেব, মলয় পুরকায়স্থ, এডভোকেট বিজয় দেব বুলু, এডভোকেট পংকজ দাস, শ্যামল কান্তি ধর, নন্দন পাল, জেলা যুগ্ম সম্পাদক অরুণ দেবনাথ সাগর, মহানগর আওয়ামী লীগ নেতা সুদীপ দেব, ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি ধনঞ্জয় দাস ধনু।এ সময় উপস্থিত ছিলেন নীলেন্দু ভুষণ দে অনুপ, দক্ষিণ সুরমা সভাপতি মনমোহন দেবনাথ, পূজা পরিষদ মহানগর সাংগঠনিক সম্পাদক নিখিল দেব প্রমুখ।