সুপ্রিম কোর্ট বারে বিএনপিপন্থীদের জয়

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১০টিতে বিজয়ী হয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। অপরদিকে চারটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগপন্থীরা।

গত বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত (জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য) প্যানেলের প্রার্থী ও বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা জয়নুল আবেদীন।

সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে উৎসবমুখর পরিবেশে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০১৮-১৯ সালের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে ছয় হাজার ১৫২ ভোটারের মধ্যে দুই দিনে সর্বমোট চার হাজার ৮৯৬ জন ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (২২ মার্চ) দ্বিতীয় দিনে দুই হাজার ২৮৭ জন ভোটার ভোট দেন।

এর আগে গত বুধবার প্রথম দিনে দুই হাজার ৬০৯ আইনজীবী ভোট দেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর রাত ১০টা থেকে ভোট গণনা শুরু হয়।

আরএম/