সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন।  লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯টির, দর কমেছে ৫৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১৯১টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৯৮ কোটি ৩২ লাখ ২৯ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮১৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮টির, দর কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার টাকা।