সোমবার থেকে কাজে না ফিরলে বেতন দেয়া হবে না: বিজিএমইএ

সোমবার থেকে কাজে যোগ না দিলে গার্মেন্ট শ্রমিকদের কোনো বেতন দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক মালিকদের সংগঠন (বিজিএমইএ)।

রোববার রাজধানীতে গার্মেন্ট শ্রমিকদের চলমান বিক্ষোভ নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মালিক সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান।

গার্মেন্ট শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে যদি আপনারা কাজে যোগ না দেন, তাহলে আপনাদের কোনো মজুরি প্রদান করা হবে না। আমরা কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবো।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় ও বিদেশের কিছু স্বার্থানেষী মহল আমাদের পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র করছে, যাতে আমরা বিশ্ব বাজারে এগিয়ে যেতে না পারি।’

এসব ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের জন্য একটি ঘণ্টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোশাক খাত দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই খাতে শান্তি আনার জন্য সরকারের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি।’

টঙ্গীর এক কারখানার মালিক মো. ইকবাল হোসেন বলেন, চলমান শ্রমিক আন্দোলনে তার প্রতিদিন ৪০ লাখ টাকার ক্ষতি হচ্ছে।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআই’র সভাপতি শফিকুল আলম মহিউদ্দিন উপস্থিত ছিলেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ