‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’

ছবি : ইন্টারনেট

‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ৬ মার্চ দ্বিতীয়বারের মতো পালিত হতে যাচ্ছে জাতীয় পাট দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম দিবসের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

মন্ত্রী জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে পাট নিয়ে স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছয়জনকে পুরস্কৃত করা হবে। একইসঙ্গে ১১ ক্যাটাগরিতে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে।

এ ছাড়া পাটজাত পণ্যের প্রদর্শনী ও বিক্রির জন্য ৬ থেকে ৮ মার্চ পাটপণ্য মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।