‘স্বপ্ন সীমাহীন’ শিরোনামে সন্ধ্যায় আসছে আনিসুল হকের নাগরিক টিভি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের নাগরিক টিভি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে আজ। ‘স্বপ্ন সীমাহীন’ শিরোনামের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ যাত্রা শুরু হবে।

জানা গেছে, আজ সন্ধ্যা ৭ টায় নাগরিক টেলিভিশনের আয়োজন সরাসরি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। উদ্বোধনী আয়োজনের পর পরই পর্দায় থাকবে ৪টি নাগরিক ধারাবাহিক।

ধারাবাহিক গুলো হচ্ছে, শিহাব শাহীন পরিচালিত ‘লিপস্টিক, আনিসুল হকের রচনায় আলভী আহমেদের পরিচালনায় ‘শ্বশুর আলয় মধুর আলয়’, রেদওয়ান রনি পরিচালিত ‘ক্যান্ডি ক্রাশ’, মাইনুল হাসান খোকন পরিচালিত ‘আমি তুমি সে’।

নাগরিক টেলিভিশনে পর্যায়ক্রমে আরো থাকবে সরাসরি গানের অনুষ্ঠান ‘নাগরিক ক্যাফে’, দুই বাংলার অভিনেত্রীদের অংশগ্রহণে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বাজলো ঝুমুর তারার নূপুর’, কার্টুন সিরিয়াল ‘সুপারম্যান’, স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দেহঘড়ি’, ঝটপট রান্নার কলাকৌশল।

এছাড়া থাকবে বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিদের আড্ডার অনুষ্ঠান ‘মারিয়ার রান্নাঘর’, ভ্রমণবিষয়ক গেইম শো ‘সোলেমান হাজারি’, অনিমেষ আইচ নির্মিত ‘জোছনাময়ী’, ফেরদৌস হাসান পরিচালিত ‘একপা দুপা’ সহ আরো নানান অনুষ্ঠান।

আজকেরবাজার/এইচজে