হংকংয়ের স্বাধীনতাকামী নেতাকে ৬ বছরের কারাদন্ড

হংকংয়ের স্বাধীনতাকামী নেতা লিইয়ংকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। প্রতিবাদ কর্মসূচি পালন ও সহিংসতার দায়ে তাক এ দণ্ড দেওয়া হয়।

২৭ বছর বয়সের এডওর্য়াড লিইয়ং নামের এই নেতা বিগত ২০১৬ সালে মং কক শহরে পুলিশের সাথে দাঙ্গা সৃষ্টির দায়ে ইতোমধ্যে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে বন্দী জীবন যাপন করছেন। খবর এএফপি’র।

আদালতের বিচারক আনথিয়া পেং তার রায়ে বলেন, ‘লিইয়ং সক্রিয়ভাবে দাঙ্গার সাথে জড়িত এবং তার কার্যকলাপ ভয়ংকর।’
এই দুটি সাজা একই সঙ্গে চলতে থাকবে।

আদালত লিইয়ং-এর বিচারের সময়ে কোন আন্দোলনকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনায় নেননি।
রায় ঘোষণার সময় লিইয়ংকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আদালত একই সাথে তার সাথে দুই সহযোগিকে ৭ বছর ও সাড়ে তিন বছরের সাজা প্রদান করেছে।

আরজেড/