হাজিরার ভয়ে বাকরুদ্ধ প্রিন্স মুসা

শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি ব্যাবহারের দায়ে তলব করার পর অসুস্থতার অজুহাত দেখিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত দলের কাছে স্বশরীরে হাজির হয়ে সময় প্রার্থনা করেছেন কথিত প্রিন্স মুসা বিন শমসের।
বুধবার ১৯ এপ্রিল রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অফিসে হাজির হয়ে লিখিতভাবে সময় প্রার্থনা করেন তিনি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। মুসা বিন শমসের এর স্বার করা চিঠিতে তিনি নিজেকে “শারীরিক ও মানসিক অসুস্থ” বলে তদন্ত দলের কাছে জবানবন্দি দিতে সময় প্রার্থনা করেন।
বিলাসবহুল গাড়িতে শুল্ক ফাঁকি ও মানিলন্ডারিং সংক্রান্ত তদন্তে ২০ এপ্রিল শুল্ক গোয়েন্দা দফতরে তার হাজির হওয়ার কথা ছিল। ড. মুসা বিন শমসের তার চিঠিতে বলেন, ‘বর্তমানে আমি মারাত্মকভাবে অসুস্থ্য, আমার মুখের ডানপাশটি আংশিক পাঘাতে জর্জরিত। আমার বাক শক্তি মারাত্মকভাবে লোপ পেয়েছে। যার কারণে আমি সঠিকভাবে কথা বলতে পারছি না। এ কারণে আমি শারীরিক ও মানসিকভাবে ভীষণ অসুস্থ ও পর্যুদস্ত। তাই উক্ত রোগ নিরাময়ের জন্য ডাক্তার আমার দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’
প্রসঙ্গত, গত ২১ মার্চ গুলশান ২ এর রোড নম্বর ১০৪ হাউস ৮ এর বাড়িতে অভিযান চালিয়ে রেঞ্জ রোভার গাড়িটি আটক করে শুল্ক গোয়েন্দারা। গাড়িটি ভোলা বিআরটিএ থেকে ভূয়া বিল অব এন্ট্রি দিয়ে জনৈক ফারুকুজ্জামানের নামে রেজিস্ট্রেশন করানো হয়। আটককালে গাড়িটির নম্বর ভোলা ঘ ১১-০০৩৫ হিসেবে পাওয়া যায়।
গাড়িটি চেসিস অনুসারে এটি কার্নেট ডি প্যাসেজের মাধ্যমে আনা হলেও শর্ত মোতাবেক পুনঃরপ্তানি হয়নি। প্রিন্স মুসা গাড়িটি শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করে এবং জালিয়াতি করে অন্যের নামে রেজিস্ট্রেশন করেন।

তিনি নিজেই গাড়িটির ব্যবহারকারী। এতে সরকারের ২.৪৮ কোটি টাকা শুল্ককর ফাঁকি হয়েছে। প্রিন্স মুসাকে কাস্টমস অপরাধ তদন্তের প্রয়োজনে তদন্ত দলের কাছে হাজির হতে গত ২৩ মার্চ নোটিশ দেয়া হয়।

আজকেরবাজার:সালি/এলকে/আরআর/২০ এপ্রিল ২০১৭