হাটহাজারীতে ভিজিএফের চাল নিতে এসে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে দরিদ্রদের মাঝে বিতরণ করা ভিজিএফের চাল নিতে এসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১০ জুন) সকাল সাড়ে দশটার দিকে সদরের পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহতের নাম হাদী গিয়াস উদ্দিন (৫৪)। গিয়াস পৌর সদরের ফকির বাড়ির মৃত মফিজুর রহমান মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পৌরসভার পুরাতন ভবনে দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করা চাল নিতে এসেছিলেন ভিজিএফ কার্ডধারীরা। গিয়াস উদ্দিনও সকাল আনুমানিক দশটার দিকে এসে লাইনে দাঁড়ান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন গিয়াস। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ভিজিএফের চাল নিতে আসা প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, ভাবতেই পারছি না যে লোকটা আমার পাশে এসে দাঁড়িয়েছিল চাল নিতে, তিনি সামান্য সময়ের ব্যবধানে পরপারে চলে গেলেন!

নিহত গিয়াসের বড় ভাই মহিউদ্দিন জানান, আমার ভাই গিয়াসের আগে থেকেই ডায়াবেটিস ও ব্লাড প্রেসারের সমস্যা ছিল। ঘটনার দিন রোজায় ছিলেন।

খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গিয়াসের লাশ উদ্ধার করে। নিহত গিয়াসকে ময়না তদন্ত ছাড়াই দাফন করার জন্য যথাযত কর্তৃপক্ষের কাছে আবেদন করার প্রক্রিয়া চলছে বলেও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।

মডেল থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আক্তার উননেছা শিউলী বলেন, নিহতের পরিবারকে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

আজকের বাজার/একেএ