হেলিকপ্টার দুর্ঘটনার পর ১২ ঘণ্টা সাঁতরে তীরে আসলেন মাদাগাস্কারের মন্ত্রী

মাদাগাস্কারের একজন মন্ত্রী দেশের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রায় ১২ ঘণ্টা সাঁতার কেটে মঙ্গলবার তীরে পৌঁছেছেন। এ দুর্ঘটনায় মন্ত্রীসহ দু’জন প্রাণে বেঁচে গেছেন।
পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার এ দুর্ঘটনায় নিখোঁজ আরো দুই যাত্রীকে উদ্ধার করার জন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। খবর এএফপি’র।
এদিকে বন্দর কর্তৃপক্ষ প্রধান জিয়ান-এডমন্ড রন্দ্রিয়ানান্তেনায়না জানান, মাদাগাস্কারের পুলিশ বিষয়ক মন্ত্রী সার্জ গেলা ও এক পুলিশ সহকর্মী মঙ্গলবার সকালে পৃথকভাবে হামাম্বো শহরের সমুদ্রের পাশের তীরে পৌঁছেন। তারা প্রাণ বাঁচাতে হেলিকপ্টার থেকে বেরিয়ে আসেন বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও ফুটেজে ৫৭ বছর বয়সী গেলাকে একটি চেয়ারে ক্লান্ত অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে।
দীর্ঘ তিন দশক ধরে পুলিশের দায়িত্ব পালনের পর আগস্টে মন্ত্রিপরিষদের রদবদলের অংশ হিসেবে গেলা মন্ত্রী হন।