হোমনায় দুই লক্ষাধিক টাকার জাল জব্দ

জেলার হোমনায় বাজারে বিক্রির সময় দুই লক্ষ ১০ হাজার টাকার বিপুল পরিমান অবৈধ ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত। নদীর পোণা মাছ রক্ষার্থে ম্যাজিক জাল ২৮টি কারেন্ট জাল ১৪১টি নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। আজ বুধবার বেলা পৌনে ১১টায় ঘারমোড়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মিজানুর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেনুর মিয়া ও এএসআই পলাশ বর্মনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মিজানুর রহমান বাসসকে বলেন, ঘারমোড়া বাজারে জাল বিক্রির সময় নিষিদ্ধ ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সকলের উপস্থিতিতে জব্দকৃত দুই লক্ষাধিক টাকার জাল পুড়িয়ে ফেলা হয়েছে। জাল বিক্রেতাকে পাওয়া যায়নি বিধায় আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান