১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

তবে লঞ্চ চলাচল এখনো পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এজিএম) জিল্লুর রহমান।

তিনি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শনিবার রাত ১০ টার দিকে হঠাৎ মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউ ও প্রবল বাতাস শুরু হয়। এতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছিল। নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

‘তবে আজ সকাল ১০টার দিকে ঝড়ো বাতাস ও পদ্মায় ঢেউ কমে যাওয়ায় ১৬টি ফেরি পারাপার শুরু করানো হয়, যোগ করেন তিনি।

এদিকে, টানা ১২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয়পাড়ে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। যাত্রী দুর্ভাগের কথা বিবেচনায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি-প্রাইভেটকার, মাইক্রোবাস পারাপার করানো হচ্ছে।