১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বেনেট

১৭ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন নিউজিল্যান্ডের পেসার হামিশ বেনেট। ২০২১-২২ মৌসুম শেষে ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। ২০১০ সালের অক্টোবরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছিলো বেনেটের। ঐ বছরই টেস্ট অভিষেক হয় তার। আর ২০২০ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় বেনেটের। ২০২১ সালের সেপ্টেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন বেনেট। ক্যারিয়ারে একমাত্র টেস্টে কোন উইকেট পাননি বেনেট। ১৯ ওয়ানডেতে ৩৩ ও ১১টি টি-টোয়েন্টিতে ১০ উইকেট নিয়েছেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ারে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯, জাতীয় দল, ঘরোয়া আসরে ওয়েলিংটন ও ক্যান্টাবুরির হয়ে খেলেছেন বেনেট। নিজের অবসর নিয়ে বেনেট বলেন, ‘একটি ছোট ছেলে হয়ে টিমারুর নেটে যখন বল করতে শুরু করেছিলাম, তখনও স্বপ্ন দেখিনি এমন ক্যারিয়ার উপভোগ করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ওল্ড বয়েস টিমারুর ক্রিকেট ক্লাব, যার সাথে আমার ক্রিকেট শুরু, টিমারু বয়েস হাই স্কুল, সাউথ ক্যান্টাবুরি ক্রিকেট, ক্যান্টাবুরি ক্রিকেট, ক্রিকেট ওয়েলিংটন ও নিউজিল্যান্ড ক্রিকেট এবং অন্য সেরা ক্লাব যাদের সাথে আমি বছরের পর বছর খেলেছি, তারা সবাই আমার ক্রিকেটের স্বপ্ন অর্জনে সহায়তা করেছে। দারুণ সব খেলোয়াড়, অধিনায়ক ও কোচদের সাথে আমি খেলেছি এবং তাদের সাথে কাজ করায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।’

২০০৫ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেকের পর ৭৯টি প্রথম শ্রেণী ও ১১২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন বেনেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৬১ ও লিস্ট ‘এ’তে ১৬০টি উইকেট নিয়েছেন ৩৫ বছর বয়সী বেনেট। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান