২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা পরীক্ষা

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে। ৩০৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৯০ জনের দেহে করেনা শনাক্ত হয়েছে।

দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৭৭২ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫ জন। মোট সুস্থ হযেছেন ৯২ জন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।