২৫ এপ্রিল ম্যারিকো বাংলাদেশের বোর্ড মিটিং

বোর্ড মিটিং আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডিরেক্টর। আগামী ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় এই সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৭ সালে ৫০০শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৯০ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৮১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৩৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে দশমিক ৮১ শতাংশ শেয়ার রয়েছে।

রাসেল/