২৬ হাজার যাত্রী কমেছে আখাউড়ায় রেলে

আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায়, মেইল ও লোকাল ট্রেন বন্ধ হওয়া, টিকিট কালোবাজারি, হয়রানির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রী কমেছে ২৬ হাজার। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে ২০১৭-১৮ অর্থ বছরে যাতায়াত করেছে পাঁচ লাখ আট হাজার ৯০৩ জন। যা ২০১৮-১৯ অর্থবছরে নেমেছে চার লাখ ৭৪ হাজার ৬৬৪ জনে। এতে রেলের আয় কমেছে ৪৮ লাখ আট হাজার ৮৯২ টাকা। আখাউড়ায় যাত্রী ও পণ্য পরিবহন থেকে ২০১৭-১৮ অর্থবছরে আয় হয়েছে ৬১ কোটি ৪০ লাখ সাত হাজার ৬৯২ টাকা। যা ২০১৮-১৯ অর্থবছরে নেমেছে ৬০ কোটি ৯১ লাখ আট হাজার ৮শ’ টাকায়।

আখাউড়া স্টেশন সুপার মো. কামরুল হাসান তালুকদার বলেন, এখন এ স্টেশনে যাত্রাবিরতি করে ঢাকা-চট্রগ্রাম-সিলেট-নোয়াখালী রেলপথের ১৪টি আন্তনগর ট্রেন। এছাড়া কয়েকটি লোকাল ট্রেন বন্ধ হয়ে গেছে। পাশাপাশি টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানিও রয়েছে। এসব কারণে যাত্রী কমেছে। স্টেশন সুপার আরো বলেন, আখাউড়া স্টেশনে যাত্রী সেবায় স্বচ্ছতা ও মান বৃদ্ধিতে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।

আজকের বাজার/শারমিন আক্তার